গুলিতে নিহত বাংলাদেশির লাশ এখনো ফেরত দেয়নি বিএসএফ

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৭| আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৪
অ- অ+
তার মরদেহ রয়েছে ভারতের দক্ষিণ দিনাজপুরের হরহরিপুর বিওপি ক্যাম্পের অধীনে তেলিয়াপাড়া এলাকায় (ছবি: সংগৃহীত)

দিনাজপুরের দাইনুর সীমান্তে মিনহাজ ইসলাম মিনার (১৭) নামে নিহত বাংলাদেশি তরুণের লাশ এখনো ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ অবস্থায় মরদেহ ফেরতের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

বুধবার রাত সাড়ে ১০ টায় দাইনুর বিওপির ৩১৫ নাম্বার মেইন পিলারের সীমান্তের কাছে ওই বাংলাদেশি তরুণ’কে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে যায় বিএসএফ।

তার মরদেহ রয়েছে ভারতের দক্ষিণ দিনাজপুরের হরহরিপুর বিওপি ক্যাম্পের অধীনে তেলিয়াপাড়া এলাকায়। ভারতীয় গণমাধ্যমে প্রচারিত এক প্রতিবেদনে এমনি চিত্র দেখা যায়।

এদিকে ছেলের মরদেহ ফেরত না পাওয়ায় শোকের মাতম ওই পরিবার।

নিহত মিনহাজ ইসলাম মিনার (১৭) দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। মিনার খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। ঘটনার দিন রাতে তারা পাঁচ বন্ধু ভারতে গিয়েছিলো মাছ ও কচ্ছপের শুটকি আনতে।

এ বিষয়ে শুক্রবার দিনাজপুর-২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অধিনায়কের মুঠোফোনে কয়েকবার ফোন কল দেওয়া হলেও তাকে তাকে পাওয়া যায়নি।

দাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আখতার হোসেন ঢাকাটাইমসকে বলেন, এ বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। আর বেশি কিছু জানিনা।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা