শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ ৪৫ শতাংশ শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৭ | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ আজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

পরিদর্শন শেষে তিনি বলেন, ‘বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি অনেক এগিয়েছে। এ পর্যন্ত ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে তৃতীয় টার্মিনাল উদ্বোধন করতে পারব।’

বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সিভিল এভিয়েশন সারা পৃথিবীর আকর্ষণ। জার্মানি-সুইজারল্যান্ড সবারই দেশের এয়ারপোর্টের প্রতি আকর্ষণ রয়েছে। প্রধানমন্ত্রী চান বাংলাদেশের আকাশপথ আরও উন্নত করতে। যেন সবাই আকাশপথে বাংলাদেশের উন্নয়ন অনুভব করতে পারেন।’

আকাশ থেকে যেন দেশের উন্নয়ন দেখা যায়, সেদিকেও নজর দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান পরিবহনসংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলেও জানান মাহবুব আলী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চান আকাশপথে মানুষ আসার পথে যেন বাংলাদেশের উন্নয়ন অনুভব করতে পারেন। সে অনুযায়ী প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।’

মাহবুব আলী বলেন, ‘ইতোমধ্যে সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানবন্দরের কাজ অনেক দূর এগিয়েছে। যারা সৈয়দপুর এয়ারপোর্টে গিয়েছেন, প্রত্যেকেই এর ডিজাইন দেখে পছন্দ করেছেন। রাজশাহী এয়ারপোর্ট, বরিশাল এয়ারপোর্টের কাজেও হাত দেয়া হবে।’

কোভিডের এই দুঃসময়ে এসে কাজ অব্যাহত রাখতে পেরেছি। যেখানে সারা বিশ্ব করোনায় বিপর্যস্ত, সেখানে সবার সব ধরনের সুযোগ-সুবিধা দিয়েই বিমানের উন্নয়নকাজ চলমান আছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এসকেএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :