রাণী দ্বিতীয় এলিজাবেথের শোক বইয়ে হাইকমিশনার সাইদা মুনার স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২২, ২১:২৯| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ২১:৫১
অ- অ+

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ল্যাঙ্কাস্টার হাউসে যুক্তরাজ্য সরকারের খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন। কমনওয়েলথ দেশগুলোর হাইকমিশনারদের মধ্যে তিনিই প্রথম শোক বইয়ে স্বাক্ষর করলেন।

যুক্তরাজ্যের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ল্যাঙ্কাস্টার হাউসে যুক্তরাজ্য সরকারের খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মহামহিম রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শোক বইয়ে হাইকমিশনার উল্লেখ করেন, “ব্রিটেনের মহামহিম রাণী ছিলেন কমনওয়েলথভুক্ত দেশগুলোর আলোকবর্তিকা। বাংলাদেশের মানুষ ও যুক্তরাজ্য প্রবাসী বৃটিশ-বাংলাদেশিদের হৃদয়ে তিনি সুউচ্চ মর্যাদা ও সম্মান এবং অফুরন্ত ভালোবাসায় চিরস্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাণীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।

ইতিমধ্যেই হাইকমিশনার প্রয়াত রাণীর জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক শোকবার্তা রাজ পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন।

এছাড়া মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রাণী দ্বিতীয় এলিজাবেথের জন্য শোক বইয়ে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী। রাণীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩সেপ্টম্বর/এএইচ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা