ইলিশের কী হলো? হতাশ জেলেরা

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৭| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৩
অ- অ+

সাগরে মাছ শিকার শেষে উপকূলে ফিরছে একের পর এক মাছ ধরার ট্রলার। কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত ইলিশ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নাকাল জেলেরা।

ফিরে আসা জেলেরা বলেন, এখন আর আগের মতো সাগরে জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলে না। তার ওপর প্রতিনিয়ত বৈরী আবহাওয়া তো আছেই। তাই কোনো জেলের মুখেই নেই হাসি।

বরগুনার জেলেরা জানান, গেল তিন সপ্তাহ সাগরে যেতে পারেনি জেলেরা। বৈরী আবহাওয়া কাটিয়ে সপ্তাহখানেক আগে সাগরে গেলেও আবারও বৈরী আবহাওয়া দেখে ফিরে আসতে হয়েছে তাদের।

বরগুনা সদরের জেলে আনোয়ার হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে খরচ বেড়ে গেছে। আর এর আগে যে পরিমাণ মাছ পেতাম এখন আর সেই পরিমাণ মাছ পাওয়া যায় না।

পাথরঘাটার জেলে মো. হাবিব বলেন, বর্তমানে যে খরচ হচ্ছে মাছ বিক্রি করেও তা তোলা সম্ভব হচ্ছে না। তার ওপর বৈরী আবহাওয়া ও বন বিভাগের চাঁদাবাজিতে অতিষ্ঠ উপকূলের জেলেরা।

তালতলীর জেলে ইদ্রিস বলেন, গভীর সমুদ্রে মাছের সংখ্যা খুবই কম। তার ওপর সাগরে লঘুচাপ লেগেই আছে। এতে সাগরে জাল ফেলতে পারি না। তার আগেই কূলে উঠে আসতে হয়। এই আসা যাওয়ায় আমরা লসে আছি।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, গভীর সমুদ্রে মাছ আছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে নদ নদীতে মাছের সংখ্যা কমছে। চাঁদাবাজির ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা