কাবাডি দিয়ে বিশ্বের বুকে সম্মানিত হবে বাংলাদেশ, আশা র‌্যাব ডিজির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৬ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:০৮

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির মানকে আরও ভালো করার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টে দেশের জন্য সম্মান বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেছেন, এই খেলার মানকে আমরা দিন দিন বাড়িয়ে তুলব এবং বিশ্বের বুকে আমরা এই খেলা দিয়ে উল্লেখযোগ্য ও সম্মানজনক ভূমিকা রাখতে পারব।

বুধবার পল্টন ময়দান সংলগ্ন বাংলাদেশ কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাসাবী ১৭তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগ-২০২২ প্রতিযোগিতার উদ্বোধন করেন র‌্যাব ডিজি। এর আগে এসব কথা বলেন তিনি।

আব্দুল্লাহ আল মামুন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডি খেলাকে মাটির খেলা, মানুষের খেলা আখ্যা দিয়ে জাতীয় খেলা ঘোষণা করেছিলেন। এজন্য এই খেলাকে নিয়ে আমরা গর্ববোধ করি। গর্বের এই খেলার মানকে আমরা দিন দিন বাড়িয়ে তুলব এবং বিশ্বের বুকে আমরা এই খেলা দিয়ে উল্লেখযোগ্য ও সন্মানজনক ভূমিকা রাখতে পারব বলে প্রত্যাশা এবং দৃঢ় বিশ্বাস আমার রয়েছে।

ইতিমধ্যে আইজিপি কাপ কাবাডি টুর্নামেন্টের মাধ্যমে সারাদেশ থেকে আমরা কাবাডি প্লেয়ার খুঁজে আনা হয়েছে বলেও জানান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি।

তিনি আরও বলেন, বর্তমানে কাবাডিতে আমরা সারা বিশ্বে ৪/৫ নম্বর পজিশনে আছি। সামনে আরও ভালো হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের সহসভাপতি ইয়াসির আহমেদ খান, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট-১) গাজী মো. মোজাম্মেল হক, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মাছুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার তিনটা থেকে শুরু হচ্ছে ভাসাবী ১৭তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগ-২০২২। প্রথম দিন তিন ম্যাচে মোট ছয়টি দল অংশ নেবে।

প্রতিযোগিতায় ৬টি সার্ভিসেস দল ও ৮টি ক্লাবসহ মোট ১৪টি দল তিন গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার লিগ খেলবে।

ক গ্রুপ: বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ জেল, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, ইনস্টিটিউট অব কাবাডি ও শহীদ মোজাফফর স্মৃতি সংসদ।

খ গ্রুপ: বাংলাদেশ পুলিশ, আজাদ স্পোর্টিং ক্লাব, স্টার স্পোর্টস ও জুরাইন জনতা ক্লাব।

গ গ্রুপ: বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ ফায়ার সার্ভিস, অক্সফোর্ড প্রিমিয়ার ক্লাব ও দিয়া স্পোর্টিং ক্লাব।

ভাসাবী ১৭তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগে বিদেশি খেলোয়াড়রাও অংশ নেবেন।

বাংলাদেশ কাবাডি ফেডারেল ইউটিউব ও ফেসবুক পেজে সরাসরি খেলা দেখা যাবে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :