কুষ্টিয়ায় মাদক মামলায় ছয়জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৯

কুষ্টিয়ার দৌলতপুর থানার একটি মাদক মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালহত।

রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১র বিচারক মো. তাজুল ইসলাম তিন আসামির উপস্থিতিতে এই রায় দেন।

রায়ে সশ্রম কারাদন্ডসহ প্রত্যেকের পৃথক ভাবে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন আদালত। সাজা প্রাপ্তরা হলেন- দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের বাসিন্দা দবির কসাইয়ের ছেলে বাবু (৪৩), রমজার আলীর ছেলে মুসলাম (৪০), সিরাজের ছেলে বকুল (৩৮)।

এছাড়া পলাতক সাজাপ্রাপ্তরা হলেন- ধর্মদাহ গ্রামের বাসিন্দা লিয়াকতের ছেলে জাহাঙ্গীর (৪০), মোমিনের ছেলে জায়েদুল (৩৩) এবং পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মৃত লিয়াকতের ছেলে হাবু (৩৮)।

আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ মে, দুপুরে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী বেলতলা মাঠে গোয়েন্দা পুলিশের এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় গমের খড়দিয়ে ঢেকে রাখা কয়েকটি প্লাস্টিক ও পলিথিনের বস্তা আমদানি নিষিদ্ধ ৬৭১ বোতল ফেনসিডিল ও ৪৬ কেজি গাজা জব্ধ করে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ এনে দৌলতপুর থানার উপপুলিশ পরিদর্শক খাদেমুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ২৩ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতের চার্জশীট দাখিল করেন কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের উপ পুলিশ পরিদর্শক এসএম জাহিদ বিন আলম।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌসুলি এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, দৌলতপুর থানার মাদক মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষ্য শুনানি শেষে সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। এবং প্রত্যেকের পৃথকভাবে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজা খাটতে হবে বলে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :