ইলিশ রপ্তানি বন্ধে এবার হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৮ | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৬

লিগ্যাল নোটিশের পর এবার ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধে হাইকোর্টে রিট করলেন মো. মাহমুদুল হাসান নামে এক আইনজীবী। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

মাহমুদুল হাসান তার রিটে কম দামে ইলিশ রপ্তানি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণার পাশাপাশি ভারতে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়েছেন।

রিটে বিবাদী করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী মাহমুদুল হাসান।

ওই নোটিশেও বাণিজ্য সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, পররাষ্ট্র সচিব, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়।

রপ্তানি নীতি ২০২১-২০২৪ এর উল্লেখ করে নোটিশে মাহমুদুল হাসান বলেন, ‘ইলিশ মাছ রপ্তানিযোগ্য পণ্য নয়। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের জনগণের স্বার্থ উপেক্ষা করে এবং আইন লঙ্ঘন করে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে।’

আরও বলা হয়, ‘দেশের মানুষের চাহিদা বিবেচনা না করেই বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে। দেশে দাম বেশি হওয়ায় দরিদ্র মানুষের ইলিশ মাছ কেনার সামর্থ্য নেই। ভারতে ইলিশ রপ্তানির কারণে দেশের বাজারে এর দাম আরও বেড়ে গেছে।’

সরকার সাত দিনের মধ্যে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ না করলে যথাযথ আইনি ব্যবস্থা নেবেন বলে নোটিশে উল্লেখ করেন আইনজীবী মাহমুদুল হাসান। সেই মতো তিনি এবার ইলিশ রপ্তানি বন্ধে হাইকোর্টে রিট করলেন।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :