খোলা চুলে ভিডিও ভাইরাল, আরেক ইরানি তরুণীকে গুলি করে হত্যা

হাদিস নাজাফি নামে এক ইরানি তরুণী খোলা চুলে ভিডিও করে প্রতিবাদ জানিয়েছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এনডিটিভির খবরে বলা হয়, তরুণীটির অন্ত্যেষ্টিক্রিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যায় লোকেরা একটি সদ্য খনন করা কবরের পাশে তার ছবির রেখে কান্না করছে।
রিপোর্ট অনুযায়ী, তার পেটে, ঘাড়ে, হার্টে ও হাতে গুলি লেগেছে।
মাহসা আমিনির মৃত্যুর পর এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানজুড়ে ভয়াবহ বিক্ষোভ চলছে। মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে এই সপ্তাহান্তে লন্ডনে শত শত মানুষ বিক্ষোভ করেছে। গত ১৬ সেপ্টেম্বর আমিনী মারা যান।
ইউরোনিউজ জানিয়েছে, মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, ইরানের কুর্দিস্তান প্রদেশের যুবতীর মাথায় বেশ কয়েকটি সহিংস আঘাত লেগেছিল, যার কারণে সে কোমায় চলে যায়। তবে, ইরানের কর্তৃপক্ষ দাবি করেছে, তিনি ‘হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছেন।’
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানে আইন অনুসারে নারীদের অবশ্যই হিজাব পরতে হবে। নীতিটি মূলত অজনপ্রিয়, ইরানী মহিলারা সাধারণত তাদের কানের চারপাশে ঢিলেঢালাভাবে হেড স্কার্ফ পরেন বা এটিকে ঘাড়ে চাপিয়ে দেন।
১৯৮১ সালে যখন এই নিয়মটি কার্যকর করা হয়েছিল, তখন এ নিয়ে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত ঘটেছিল। তখন থেকে বিক্ষিপ্তভাবে এই অন্দোলন অব্যাহত রয়েছে।
সরকার প্রমাণ করতে চায়, তারা প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতার আশ্রয় নিয়েছে তবে আমিনির বিরুদ্ধে কোনো সহিংসতা ব্যবহার করেনি। মোহাম্মদ হোশর নামে এক আইনজীবী বলেছেন, ‘এর কোনো মানে হয় না। ইরানের কর্তৃপক্ষ টিভিতে আসছে এবং বলছে, কেউ এই মহিলাকে হেফাজতে থাকা অবস্থায় স্পর্শ করেনি। অথচ একই সময়ে তারা রাস্তায় লোকজনকে গুলি করছে।’
গত সপ্তাহে ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে প্রায় ৩৫ জন নিহত হয়েছে। এই মৃত্যু পেছনে বেশিরভাগই দায়ি দেশটির নিরাপত্তা বাহিনীর সহিংস দমন। তারা বিক্ষোভ দমনে গোলাবারুদ ব্যবহার করেছে এবং কয়েকশ লোককে আটক করেছে বলে জানিয়েছে ইউরোনিউজ।
যুক্তরাজ্য সরকার অন্যান্য পশ্চিমা দেশগুলির পাশাপাশি মাহসা আমিনির ‘হত্যার’ তীব্র নিন্দা করেছে। যদিও নিউইয়র্কে সাম্প্রতিক জাতিসংঘের বৈঠকে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিকে এই বিষয়ে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা হয়নি বলে বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে।
(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এসএটি)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

ঝড়ে বিপর্যস্ত রাশিয়া-ইউক্রেন, বিদ্যুৎবিচ্ছিন্ন ২০ লাখ মানুষ

বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, চিকিৎসকের উদ্বেগ

ইউক্রেনে আরও ৩ হাজার সেনা পাঠানোর ঘোষণা কাদিরভের

ধূমপান নিষিদ্ধের আইন বাতিল করলো নিউজিল্যান্ড

পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

যুদ্ধবিরতির চতুর্থ দিনে মুক্তি পেল ৩৯ ফিলিস্তিনি ও ১১ ইসরায়েলি

গাজায় যুদ্ধবিরতির সময়সীমা আরও দুই দিন বাড়ছে: কাতার

খুন করলে কেমন লাগে- এমন কৌতূহলে গৃহশিক্ষিকাকে হত্যা

গৃহকর্মীদের ন্যূনতম বয়স ২৪ নির্ধারণ করলো সৌদি আরব
