কুমিল্লায় বাস-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২২:২২
অ- অ+

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফাতেমা আক্তার রেবা (২৪) এবং মিম (৩)।

নিহত রেবা কুমিল্লা অজিতগুহ কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী এবং উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে। অপর নিহত শিশু মিমের বাড়ি চান্দিনা উপজেলায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশাকে কুমিল্লা-কাশিনগরগামী বিজলী সুপার সার্ভিসের একটি মিনিবাস ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বাসের পেছনে ধাক্কা খায়। এসময় সিএনজিতে থাকা শিশু, রেবাসহ তিন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিয়াবাজার এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমা আক্তার রেবাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু মিমকে কুমিল্লায় নিয়ে গেলে ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রত ঘটনাস্থলে পৌঁছি। দুর্ঘটনাকবলিত সিএনজি এবং বাসটি আটক করি।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা