প্রথমবার পদ্মা সেতু পার হয়ে টুঙ্গিপাড়া পৌঁছালেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২২, ১৬:৫৪
অ- অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে পদ্মা সতু পার হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পৌঁছালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পদ্মা সেতু চালু হওয়ার পর এ প্রথমবার সেতু ভ্রমণ করলেন রাষ্ট্রপতি।

শুক্রবার (৭ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতির গাড়িবহর পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজা অতিক্রম করে। পদ্মা সেতু দক্ষিণ প্রান্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, সমাধিতে ফুল দেওয়া শেষে দোয়া ও মোনাজাত করা। এরপর পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সই করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এর আগে শুক্রবার সকালে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৌনে ৮টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজা অতিক্রম করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যাত্রাকালে পদ্মা সেতু এলাকা ও বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তাব্যবস্থা ছিল।

এদিকে মাদারীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিকালে ঢাকায় ফেরার পথে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

(ঢাকাটাইমস/০৭ অক্টোবর/ওএফ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা