বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অনলাইনে পাবেন রোগীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২২, ১৩:০৭| আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৩:৫৮
অ- অ+

স্বাস্থ্যগত পরীক্ষার রিপোর্ট এখন থেকে অনলাইনে দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

বুধবার বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমেস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে এ অনলাইন সেবা শুরু করে দেশের শীর্ষ এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি।

বিএসএমএমইউ উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ এ কার্যক্রম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘দুই থেকে আড়াই হাজার রোগী রক্ত পরীক্ষার জন্য এ বিশ্ববিদ্যালয়ে আসেন। পরীক্ষার পর রিপোর্ট নিতে আসতে ভোগান্তিতে পড়তে হয়। এ ভোগান্তি দূর করার জন্য অনলাইনে রক্ত পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছে। এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার যে উদ্যোগ, তারই খণ্ড খণ্ড অংশ।’

পর্যায়ক্রমে সব বিভাগে স্বাস্থ্য পরীক্ষার জন্য ডিজিটাল ব্যবস্থা চালু হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। শুধু বায়ো কেমেস্ট্রি বিভাগে ডিজিটাল পদ্ধতিতে রিপোর্ট দেয়ায় রোগীদের দৈনিক ১৪ লাখ টাকা সাশ্রয় হবে। এ ছাড়া সময় সাশ্রয় হবে রোগীদের, দূর হবে কষ্ট।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
জুলাই আন্দোলনে শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা