বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অনলাইনে পাবেন রোগীরা

স্বাস্থ্যগত পরীক্ষার রিপোর্ট এখন থেকে অনলাইনে দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
বুধবার বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমেস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে এ অনলাইন সেবা শুরু করে দেশের শীর্ষ এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি।
বিএসএমএমইউ উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ এ কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘দুই থেকে আড়াই হাজার রোগী রক্ত পরীক্ষার জন্য এ বিশ্ববিদ্যালয়ে আসেন। পরীক্ষার পর রিপোর্ট নিতে আসতে ভোগান্তিতে পড়তে হয়। এ ভোগান্তি দূর করার জন্য অনলাইনে রক্ত পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছে। এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার যে উদ্যোগ, তারই খণ্ড খণ্ড অংশ।’
পর্যায়ক্রমে সব বিভাগে স্বাস্থ্য পরীক্ষার জন্য ডিজিটাল ব্যবস্থা চালু হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। শুধু বায়ো কেমেস্ট্রি বিভাগে ডিজিটাল পদ্ধতিতে রিপোর্ট দেয়ায় রোগীদের দৈনিক ১৪ লাখ টাকা সাশ্রয় হবে। এ ছাড়া সময় সাশ্রয় হবে রোগীদের, দূর হবে কষ্ট।
(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এফএ)
সংবাদটি শেয়ার করুন
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত
স্বাস্থ্য এর সর্বশেষ

মূত্রথলিতে ক্যানসার হয়েছে বুঝবেন যেভাবে

শিশুর মোয়ামোয়া রোগের যেসব লক্ষণে সতর্ক হবেন

মিলন হয়নি অথচ তরুণী নাকি গর্ভবতী!

সন্তান ধারণে বড় বাধা এন্ডোমেট্রিয়াম! যেভাবে চিনবেন এই রোগ

যেসব রান্নার তেল ডায়াবেটিস রোগীদের বিষ

ওষুধে ভেজাল করলে যাবজ্জীবন, মন্ত্রিসভায় আইন অনুমোদন

কুমড়া দেখলে নাক সিটকান? হার্ট ভালো রাখাসহ নানা স্বাস্থ্যগুণ এ সবজির!

কোলেস্টেরল কী এবং কেন হয়, এটি বাড়লে কী ক্ষতি হয়?

ভেষজ ঔষধি মৌরি শরীরের কর্মক্ষমতা বাড়ায়
