ঔষধি পুষ্টিগুণসমৃদ্ধ ‘ব্ল্যাক রাইস’ চাষ হচ্ছে রাজবাড়ীতে, ৫০০ টাকা কেজি বিক্রি

রাজবাড়ীতে চাষ হচ্ছে ঔষধি ও পুষ্টিগুণসমৃদ্ধ ‘ব্ল্যাক রাইস’বা ‘কালো ধান’। চাল পুষ্টিগুণসমৃদ্ধ ও বাজারে দাম বেশি হওয়ায় কালো ধানের আবাদে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা।
রাজবাড়ী সদরের কামালপুর এলাকায় কৃষক রেজাউল করিম এবাই প্রথম তার পনর শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে এ ধানের চাষ করছেন।
সরেজমিনে দেখা যায়, অন্যান্য ধানের মতোই দেখতে এই ধানগাছ। তবে প্রতিটি গাছের ডগায় কালো কালো ধানের শীষগুলো ঝুলছে।
চাষি রেজাউল করিম ও মিন্টু সেখ বলেন, চীনের রাজা-বাদশাহদের সুস্বাস্থ্যের জন্য কালো ধান চাষ করা হতো। তবে এ ধান প্রজাদের জন্য ছিল নিষিদ্ধ। ঔষধি গুণাগুণের কারণে এই ধান চাষে ইচ্ছা জাগে তার। পরবর্তী সময়ে ইউটিউব দেখে এই ধানের চাষাবাদের বিষয়ে বিস্তারিত জানেন।
পরে ৫০০ টাকায় এক কেজি ধানের বীজ সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে বাড়ির পাশে ১৫ শতাংশ জমিতে চাষাবাদ শুরু করেন।
তিনি আরও বলেন, চারা রোপণের ৯০ দিনের মধ্যেই ধান ঘরে তোলা যায়। অন্যান্য ধানের তুলনায় রোগবালাইও কম। ফলনও ভালো পাবেন বলে আশা করছেন।
এই জমি থেকে যে পরিমাণ ধান হবে, তা পুরোটাই রেখে দিয়ে আগামী বছর আরও বেশি জমিতে রোপণ করবেন।
কালো ধান চাষ দেখতে আবুল হোসেন শেখ বলেন, ইউটিউবের মাধ্যমে এই ধানের চাষ দেখেছি। এই ধান প্রতি কেজি ৫০০ টাকায় বিক্রি হয়।
রাজবাড়ী সদরের দাদশী ইউনিয়নোর কামালপুর এলাকায় এই ধান চাষ হচ্ছে জেনে দেখতে এসেছি। ধান দেখে খুব ভালো লেগেছে। আগামীতে আমিও এই ধান চাষ করবো বলে চিন্তা করছি।
রিপন মন্ডল নামের আরেকজন বলেন, ধানগাছগুলো বেশ সুন্দর এবং অন্যান্য ধানগাছের মতোই। শুধু ধানগুলো কালো। আর এই কালো ধান থেকেই বের হবে কালো রংয়ের চাল।
তিনি বলেন, ‘শুনেছি এই চালে ওষুধিগুণ আছে। এই ধানের চালের ভাত খেলে অনেক রোগবালাই কমে যায়। তাই এই চালের ভাত কেমন তা খাওয়ার জন্য এই ধান সংগ্রহ করবো।’
রাজবাড়ী সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা বসির আহমেদ বলেন, সাধারণ ধানের চেয়ে কালো ধানের দাম ও চাহিদা অনেক বেশি।
কালো ধানে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় শরীরের রোগপ্রতিরাধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা ফাইবার হার্টকে রাখে সুস্থ। এছাড়া ডায়াবেটিস, স্নায়ুরোগ ও বার্ধক্য প্রতিরোধক এই ধানের চাল।
(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এআর)

মন্তব্য করুন