রাজবাড়ীতে ভ্যানচালক হত্যা: চারজনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২২, ১৮:৫২
অ- অ+

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্যানচালক বিল্লাল হোসেন (২৫) হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজবাড়ী জেলা জজ আদালত। রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমিন এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মো. নুরুজ্জামান, আব্দুর সালাম, আব্দুর রাজ্জাক ও সাইফুজ্জামান রিপন। এর মধ্যে সাইফুজ্জামান রিপন কারাগারে আছেন। বাকি আসামিরা পলাতক।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ৯ ডিসেম্বর রাতে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভ্যানচালক মো. বিল্লাল হোসেনকে হত্যা করা হয়। এরপর নিহতের ভাই দাউদ হোসেন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা করেন। বিচার প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে এই রায় দেন আদালত।

রাজবাড়ী আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে জেলা বিজ্ঞ আদালত এই রায় দিয়েছেন। রায়ে আমরা খুশি।

আসামিপক্ষের আইনজীবী বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। আশা করি, সেখানে ন্যায় বিচার নিশ্চিত করা হবে।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫১ বছর পর এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন বোলোনিয়া
যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু 
তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা