রাজবাড়ীতে ট্রাকচাপায় নারী নিহত

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২২, ১২:৩৬
অ- অ+

রাজবাড়ীতে ট্রাকচাপায় রেশমা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী পৌরসভার চরলক্ষীপুর গ্রামের তালতলা এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত রেশমা আক্তার রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষীপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম ইউনুস আলী মোল্লা।

স্থানীয় বাসিন্দা ও পাংশা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী তার বাড়ির এলাকায় আঞ্চলিক মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। চরলক্ষীপুর গ্রামের তালতলা এলাকায় (চারলেন সড়কের বিভাজকের শেষ প্রান্তে) পৌঁছালে ফরিদপুর থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকের চালক লিটন কুমার মণ্ডলকে আটক করে।

চরলক্ষীপুর গ্রামের রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রিদয় খান জানান, ভোরের দিকে ওই নারী তার মেয়েকে মাদরাসায় পৌঁছে দেন। মেয়েকে দিয়ে আসার পরে তিনি সাধারণত কিছু সময় হাঁটাহাঁটি করে বাড়ি ফেরেন। কিন্তু আজকে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চত করে বলেন, ট্রাকের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা গেছেন। ট্রাকের চালককে আটক করা হয়েছে ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া রাস্তায় যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত
লাশের খবরে পুলিশকে ফোন: অতঃপর যা হলো
রমনা বোমা হামলা: আপিলে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন, যাবজ্জীবন কমিয়ে ১০ বছরের সাজা
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা