অধ্যাপক হাকীম কামরুন নাহার এর সংবর্ধনা ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২২, ১৭:৪১
অ- অ+

লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) এর প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পাওয়ায় হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র সহধর্মিণী অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম এবং উপ-পরিচালক প্রশাসন ও এস্টেট মো. মিজানুর রহমান।

সভাপতিত্ব করেন রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) এর উপদেষ্টা ডা. আশফাকুর রহমান মামুন ।

প্রধান অতিথি’র বক্তৃতায় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, দেশের আপামর মানুষের চিকিৎসা’র প্রয়োজন মেটাতে ইউনানী-আয়ুর্বেদিক খাতকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে দক্ষ ও যোগ্য ব্যক্তিরাই পারে এই খাতে বিপ্লব করতে।

নবনিযুক্ত প্রিন্সিপাল অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী)কে এগিয়ে নিতে তার মেধা ও যোগ্যতা যথাযথভাবে কাজে লাগাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা