তাড়াশে ২৫০ লিটার চোলাই মদসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ২৫০ লিটার দেশীয় চোলাই মদসহ অতুল তিরকি নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অতুল তিরকি গুল্টা গ্রামের ভিম চরম তিরকীর ছেলে সাবেক ইউপি সদস্য।
তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদে পুলিশ গুল্টা গ্রামের সাবেক ইউপি সদস্য অতুল তিরকীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়িতে মাটির নিচে পুতে রাখা কন্টিনিয়ার ভর্তি ২৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এলএ)

মন্তব্য করুন