নতুন সিনেমায় রাজ রিপা

ঢাকাই সিনেমার প্রতিভাবান চিত্রনায়িকা রাজ রিপা। অভিনয় করেছেন 'মুক্তি' ও 'ময়না' নামের দুই সিনেমায়। সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই এবার আরও একটি সিনেমায় নাম লেখালেন তিনি।
সিনেমার নাম 'ব্যাচেলর ইন ট্রিপ'। এটি পরিচালনা করবেন নাসিম সাহনিক। আসছে ডিসেম্বরে সিনেমার শুটিং শুরু হবে বলে ঢাকাটাইমসকে জানান রাজ রিপা।
রাজ রিপা বলেন, 'এটি হচ্ছে একটি ট্রাভেল স্টোরি। এই সিনেমায় আমার চরিত্রের নাম মিম। যে একজন ভার্সিটির স্টুডেন্ট থাকে। আসছে ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। আশা করছি, দর্শক ভালো গল্পের একটি সিনেমা পাবে।'
নাসিম সাহনিক বলেন, 'সিনেমার গল্প দুর্দান্ত। সব ধরনের দর্শকের কথা মাথায় রেখেই সিনেমার গল্পের জার্নি।'
নির্মাতা জানান, 'আম্মাজান ফিল্মস' প্রডাকশন হাউজের ব্যানারে এ চলচ্চিত্র নির্মাণ হবে। এটি প্রযোজনার দায়িত্বে আছে মামুনুর ইসলাম। শিগগিরই সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হবে।
(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএম)

মন্তব্য করুন