বিদেশিদের কাছে ধর্না না দিয়ে জনগণের কাছে যান, বিএনপিকে মোমেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২২, ১৫:৪৮| আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৬:৪৪
অ- অ+

বিদেশিদের কাছে মায়াকান্না না করে জনগণের কাছে যেতে বিএনপিকে পরামর্শ দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বলেন, ‘বিরোধীদলগুলো বিদেশিদের কাছে না গেলে তাদেরও মঙ্গল দেশেরও মঙ্গল। বিরোধীদল বলেন, সরকার বলেন দেশটা আসলে সবার।’

বিএনপির দিকে ইঙ্গিত করে মোমেন বলেন, ‘তারাও হয়ত অনেক সময় বিদেশিদের কাছে যেতে চান না। কিন্তু অনেক সময় পথভ্রষ্ট হয়ে চলে যান। বিদেশিদের হস্তক্ষেপে কোনো রাষ্ট্ররই কল্যাণ হয়নি। এদেশের মানুষ যাকে মনে করবে তাকেই ভোট দেবেন।’

ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের (ফোসা) উদ্যোগে শনিবার দিনব্যাপী ‘আন্তর্জাতিক চ্যারিটি বাজার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

দেশের অভ্যন্তরীন বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের বিরুদ্ধে সময় হলে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এখন কেন ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না সেটিও তুলে ধরেন তিনি।

মোমেন বলেন, ‘বিদেশি দূতরা কোড অব কনডাক্ট না মানলে শক্তিশালী দেশগুলো চাইলেই ব্যবস্থা নিতে পারে। কিন্তু শক্তি না থাকায় আমরা সে পথে যেতে পারছি না। তবে সময় হলে বাংলাদেশও অ্যাকশনে যাবে।’

এসময় পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে এক গাদা রুশ কূটনীতিকের বহিষ্কার করার বিষয়টি টেনে বলেন, ‘আমেরিকা তাদের গত নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ২০-২১ জন কূটনীতিককে বের করে দিয়েছিল। এছাড়া আমেরিকার অভ্যন্তরীণ সংস্থা রাশিয়াকে সহযোগিতা করার সন্দেহে তাদেরকেও নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে দিয়েছিল।’

মোমেন বলেন, ‘তারা শক্তিশালী দেশ‌ হওয়ায় সহজেই এসব পদক্ষেপ নিতে পারে। তবে আমাদের সেই শক্তি কিংবা সামর্থ্য নেই, তাই আমরা এ পদক্ষেপ নেইনি। তবে সময় হলে আমরাও অ্যাকশনে যাব।’

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএন/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা