এক ডোজ ওষুধের দামই ৩৫ কোটি! সারাবে বিরল রোগ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২২, ১৭:১৫
অ- অ+

হেমজেনিক্স নামে একটি নতুন ওষুধের অনুমোদন দিয়েছে মার্কিন ওষুধ নিয়ামক সংস্থা ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’- এফডিএ। যেটি চলতি সপ্তাহেই বাজারে এসেছে। এটিকে বিশ্বের সবচেয়ে দাবি ওষুধ দাবি করা হচ্ছে, যার এক ডোজের দামই বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি টাকা!

ওষুধটির প্রস্তুতকারী সংস্থা সিএসএল বেহরিং-এর দাবি, হেমজেনিক্স নামের এককালীন এই ওষুধটি জিনগত ভাবে হিমোফিলিয়া বি রোগ নিয়ন্ত্রণ করতে পারবে। তাই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ওষুধ হলেও সামগ্রিক ভাবে চিকিৎসার খরচ অনেকটাই কমবে।

হিমোফিলিয়া এমন একটি রোগ, যাতে রোগীর রক্তসঞ্চালনে সমস্যা হয়। অর্থাৎ, দেহের কোনো স্থানে রক্তপাত শুরু হলে আর রক্ত জমাট বাঁধতে পারে না। মানুষের দেহে ফ্যাক্টর নাইন নামের একটি বিশেষ উপাদানের ঘাটতি হলে এমন ঘটে।

এত দিন পর্যন্ত রক্তের মাধ্যমে বাইরে থেকে এই প্রোটিনটি সরবরাহ করা হয়। সেই চিকিৎসাও যথেষ্ট ব্যয়বহুল। হিমোফিলিয়া বি আরও বিরল। মোট হিমোফিলিয়া রোগীর মধ্যে ১৫ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত হন।

মার্কিন ওষুধ নিয়ামক সংস্থা ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’- এর হিসাবে, প্রতি ৪০ হাজার জন পিছু একজন এই রোগে আক্রান্ত হন। মহিলাদের থেকে পুরুষদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

দাবি করা হচ্ছে, নতুন এই ওষুধটি চিকিৎসাশাস্ত্রের দিক থেকে যুগান্তকারী। এই ওষুধের মাধ্যমে রোগীর লিভারে একটি বিশেষ জিন ঢুকিয়ে দেওয়া হয়। তারপর থেকে দেহেই রক্তসঞ্চালনকারী প্রোটিন উৎপন্ন হয়। ফলে চিকিৎসার পৌনঃপুনিক ব্যয় খুবই কমে আসে।

তাই ওষুধটির দাম আকাশছোঁয়া হলেও ওষুধটি চিকিৎসার সামগ্রিক খরচ কমাতে এবং রোগীদের জীবন বাঁচাতে কাজে লাগাতে পারে বলে দাবি করছে মার্কিন ওষুধ নিয়ামক সংস্থা এফডিএ।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল 
ডাবলিনে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বার্ষিক সভা অনুষ্ঠিত 
এনসিপি ফের গোপালগঞ্জ যাবে, প্রতিটি ঘরে গণঅভ্যুত্থানের পতাকা উড়বে: নাহিদ ইসলাম
লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের আন্তর্জাতিক বাজার জয়ের কৌশলগত বিশ্লেষণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা