ছোট্ট একটি পা-ই সম্বল, সেই পায়ে লিখে এসএসসি পাস!

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৯:১২ | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২২, ১৯:০৮

দুই হাত ও এক পা নেই। স্বাভাবিকের চেয়ে অনেক ছোট একটি পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া রাসেল মৃধা পাস করেছে। মিলেছে জিপিএ-৩.৮৮ পয়ন্ট। এমন শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি।

রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিন মজুর আব্দুর রহিম মৃধার ছেলে। সে এবার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। রাসেল মৃধা এই প্রতিবেদকের কাছে উচ্চ শিক্ষা গ্রহণ করে একটি সরকারি চাকুরির ইচ্ছা পোষণ করে।

শিক্ষার্থী রাসেল মৃধার বাবা দিন মজুর আব্দুর রহিম মৃধা বলেন, ছেলের ফলাফলে বেশ খুশি। সরকারি সহায়তা পেলে রাসেলকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। কিন্তু দিন অভাব-অনাটনের সংসারে ছেলের খেলা-পড়া বন্ধ হওয়ার আশংকা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম বলেন, প্রতিবন্ধী রাসেলের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :