মৃত্যুশূন্য করোনায় আক্রান্ত ১৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৫৮৫ জন। তবে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৩ অপরিবর্তিত রয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দুই হাজার ২৩২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ।
এসময়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৮৩০ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
(ঢাকাটাইমস/৩০নভেম্বর/পিআর/কেএম)
সংবাদটি শেয়ার করুন
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত
স্বাস্থ্য এর সর্বশেষ

হাত ও পায়ের তালুর চামড়া ওঠা বন্ধের উপায়

শরীরে পানির ঘাটতি পূরণ করে যেসব পানীয়

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় নতুন রোগী ১২, শনাক্তের হার ৮৫

২৪ ঘণ্টায় দেশে নতুন ২ ডেঙ্গু রোগী, নেই মৃত্যু

নিজেকে বদলে ফেলুন, কমে যাবে ক্যানসারের আশঙ্কা!

রক্তচাপ নিয়ন্ত্রণ ও ক্যানসার প্রতিরোধ করে গাজর

এবার নাক দিয়ে নেওয়া যাবে করোনার টিকা! কারা পাবেন? খরচই বা কত

বেসরকারি ক্লিনিকের বাড়তি ফি তদারকি করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে

এক দিনে ১৬ জনের করোনা শনাক্ত
