অনুশীলনের সময় মারা গেলেন ফুটবলার

ফুটবল মাঠে অনুশীলন করার সময় জ্ঞান হারিয়ে প্রাণ হারিয়েছেন ২২ বছর বয়সী কলম্বিয়ান ফুটবলার আন্দ্রেস বালান্টা। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
তিনি আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো টুকুম্যানের ফুটবলার ছিলেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার ক্লাব অ্যাথলেটিকো টুকুম্যান।
ক্লাবের মেডিক্যাল স্টাফরা তাকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করেছিলেন। সেন্ট্রো ডি স্যালুড হাসপাতালেও তাকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকেরা কলম্বিয়ান এই মিডফিল্ডারকে মৃত ঘোষণা করেন।
বালান্তার মৃত্যুর খবর ক্লাব তার আত্মীয়স্বজনকে জানিয়েছিল। এক বিবৃতিতে তারা বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।’
আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন জানায়, মাঠে প্রচণ্ড গরমের মাঝে ৪০ মিনিটের মতো অনুশীলন করার পর ক্লান্তিতে জ্ঞান হারান তিনি। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। এর আগে, ২০১৯ সালে কলম্বিয়ান ক্লাবে খেলার সময়ও একবার তিনি জ্ঞান হারিয়েছিলেন। কিন্তু মেডিকেল টেস্টে কোনো সমস্যা ধরা পড়েনি।
২০২১ এর জুলাইতে ডেপোর্টিভো কালি ক্লাব থেকে আতলেতিকো টুকুমানে এসেছিলেন বালান্তা। টুকুমান ক্লাবে ৭ ম্যাচে কোনো গোল না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেছিলেন। আর ডেপোর্টিভো কালি ক্লাবে ১১৬ ম্যাচে করেছেন ৪ গোল এবং এক অ্যাসিস্ট।
(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এআর)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হার জ্যোতিদের

প্রস্তুতি ম্যাচে স্বল্প সংগ্রহ বাংলাদেশের মেয়েদের

টটেনহ্যামের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেন

কেরানীগঞ্জে নসরুল হামিদ স্কুল ও কলেজ হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন চল্লিশোর্ধ হাফিজ

জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ছে উইন্ডিজ

ওমরাহ শেষে দেশে ফিরলেন সাকিব

শক্তিশালী ভারতকে রুখে দিল বাংলাদেশের মেয়েরা

১৬ ফেব্রুয়ারি সিঙ্গাপুর যাচ্ছেন সাবিনারা
