ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে বিশ্ব এইডস দিবস পালন

মরণব্যাধি এইডসকে রুখতে বিশ্ব সচেতনতা গড়ে তুলতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৮ টায় ঢাকা আহ্ছানিয়া মিশনের রাজধানীর শ্যামলীস্থ স্বাস্থ্য সেক্টরের অফিস থেকে অনুষ্ঠানমালা শুরু হয়।
ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবসের জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে শেষ হয়।
এসময় বাংলাদেশের একমাত্র নারী মাদক নিরাময় কেন্দ্র-আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি ও চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র এই দিবসটি এই দিবসটি উদযাপন করার লক্ষে স্বাস্থ্য সেক্টরের স্ট্যান্ডিং র্যালিতে অংশ নেয়।
এছাড়াও স্বাস্থ্য সেক্টরের আওতাভুক্ত সকল প্রকল্প ও প্রতিষ্ঠান স্ব-স্ব জেলার সিভিল সার্জনের অফিস কর্তৃক আয়োজিত র্যালী এবং সেমিনারে অংশগ্রহণ করে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো “অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি”।
ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৯০ সাল থেকে এইচআইভি/এইডস প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন করছে।
মাদকসেবী, যৌন-কর্মী, ট্রাফিক ভিকটিম, পথ-শিশু (যারা মাদক ও যৌন পেশার জন্য ঝুঁকিপূর্ণ), সুবিধাবঞ্চিত গৃহহীন মহিলা ও তাদের সন্তানদের জন্য এইচআইভি/এইডস প্রতিরোধসহ নানামূখী সেবা দিয়ে থাকে।
যেমন শেল্টার হোম সার্ভিস, মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন সেবা, মানসিক ও কাউন্সিলিং সেবা, মা ও শিশু সাস্থ্য সেবা; ট্রাফিকিং প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিমূলক সেবাকার্যক্রম ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
এছাড়াও এইচআইভি, মানবাধিকার, ট্রাফিকিং, পুষ্টি, হেল্থ সিস্টেম উন্নয়ন ইত্যাদি সংক্রান্ত নানা ধরনের পলিসি লেভেল অ্যাডভোকেসি ও গবেষণামূলক কাজ করে আসছে।
(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এসকেএস)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

দেশের জনসংখ্যা বেড়ে ১৬ কোটি ৯৮ লাখ

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী রাষ্ট্রপতি রাজনীতিবিদ নাকি আমলা, চূড়ান্ত হবে মঙ্গলবার

স্মার্ট বাংলাদেশ গড়তে নিরাপদ খাবার নিশ্চিতের বিকল্প নেই: খাদ্যমন্ত্রী

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

তিন ফসলি জমিতে কোনো উন্নয়ন প্রকল্প না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ওষুধে ভেজাল করলে যাবজ্জীবন, মন্ত্রিসভায় আইন অনুমোদন

ঢাকা আজও দূষিত শহরের তালিকায় প্রথম

তিন দিনের সফরে ঢাকায় বেলজিয়ামের রানি
