বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে টুকুর কটূক্তির প্রতিবাদে ভূঞাপুরে আ.লীগের বিক্ষোভ

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন।
রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে পথসভা শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করে নেতারা।
পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সালাম পিন্টুর ভাই টুকু গত শনিবার রাজশাহী তাদের সমাবেশে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে যে কটূক্তিমূলক বক্তব্যে দিয়েছে তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরাও অংশ নেন।
(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

ব্যক্তি-পছন্দের কমিটি গ্রহণযোগ্য নয়: ইমরান আহমদ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বেলজিয়ামের রাণী

উত্তাল খরস্রোতা নবগঙ্গা এখন ফসলের মাঠ

পদ্মায় দুই স্পিডবোর্ট সংঘর্ষ: ৫৫ ঘণ্টা পর আরও দুজনের মরদেহ উদ্ধার

তুরষ্ক প্রবাসী রিংকুর খোঁজ মিলছে না, নিশ্চিত পরিবার

হিমছড়ি সৈকত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

‘শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ ভালো আছে’

বিদ্যালয় বন্ধ করে সবাই গেলেন সমাবেশে, উড়ছে জাতীয় পতাকা

ভোলায় যুবলীগ নেতাকে পিটিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই
