প্রথমার্ধেই ক্রোয়েশিয়ার জালে জাপানের এক গোল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২২, ২১:৫২| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২২:২৯
অ- অ+

কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছে এশিয়ান জায়ান্ট জাপান ও বর্তমান রানারআপ দল ক্রোয়েশিয়া। ইতিমধ্যে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। বিরতিতে যাওয়ার আগে ডাইজে মায়েদার গোলে ১-০ গোলে এগিয়ে রয়েছে জাপান।

আল জানোব স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে প্রায় সমানতালেই খেলেছে জাপান ও ক্রোয়েশিয়া। পুরো ম্যাচের ৫৯ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয়েছে ক্রোয়েশিয়া। আর জাপানের গোলবার বরাবর মোট শট নিয়েছে চারটি। কিন্তু পায়নি গোলের দেখা।

অন্যদিকে পুরো ম্যাচের ৪১ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পেরেছে জাপান। আর ক্রোয়েশিয়ার গোলবার বরাবর তারাও নিয়েছে চারটি শট। এতে একটি গোলের দেখা পেয়েছে এশিয়ান জায়ান্টা দলটি।

ক্রোয়েশিয়া একাদশ (ফরমেশন:৪-৩-৩)

ডমিনিক লুকাভিচ, জসকো ভার্দিওল, ডিজান লভরেল, বোরনা বেরিসিচ, জোসিফ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, লুকা মদ্রিচ, ব্রুনো প্যাটকোভিচ, ইভান পেরিসিচ ও আন্দ্রে ক্রামারিচ।

জাপান একাদশ: (ফরমেশন: ৩-৪-৩)

সুইচি গোন্ডে, মায়া ইয়োসিডা, সোগো তানিগুচি, তাকেহিরো তোমিইয়াসু, হিদেমাসা হোরিসা, ওয়াটারু হিন্দো, ইয়োতো নাগাতোমু, জুনয়া ইতো, ডাইজেন মায়েদা, ডাইচি কামাদা ও রিটসু দোয়েন।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
পুরাতন বন্দোবস্ত পরিবর্তন ছাড়া কাঙ্খিত নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: নাহিদ ইসলাম 
১৪ দিনে সেনাবাহিনীর অভিযানে ৫৬২ জন গ্রেপ্তার: কর্নেল শফিকুল ইসলাম
পিলখানায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা