কালিয়াকৈরে অবৈধ ইটভাটায় অভিযান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২২, ১৯:৩১

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ৫টি অবৈধ ইটভাটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দিনব্যাপী কালিয়াকৈর উপজেলার উত্তর দারিয়াপুর এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান নেতৃত্ব দেন।

অভিযানে ৫টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং সর্বমোট ২৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

ইটভাটাগুলোর মধ্যে দাড়িয়াপুর এলাকার মেসার্স কুমিৎপুর ব্রিকস (কেবিএম)-কে ৫ লক্ষ টাকা, মেসার্স খাজা মঈনউদ্দিন ব্রিকসকে ১ লক্ষ টাকা, মেসার্স আর আর ব্রিকসকে ৬ লক্ষ টাকা, মেসার্স স্টার ব্রিকসকে ৬ লক্ষ টাকা, মেসার্স কিরণ ব্রিকসকে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক নয়ন মিয়া। সহকারী পরিচালক মইনুল হক, পরিদর্শক, সঞ্জিত বিশ্বাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :