সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকাল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট, ছররাগুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে। এতে বিএনপির নেতাকর্মীরা চারদিকে ছোটাছুটি করতে থাকেন। সংঘর্ষে এখন পর্যন্ত একজন নিহত এবং অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া নয়াপল্টন থেকে আটক করা হয়েছে বিএনপির শীর্ষস্থানীয় অনেকে নেতাকে।
ডিএমপির মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, এখনও বিএনপির সমাবেশের স্থান নির্ধারণ করা হয়নি। কিন্তু তারা রাস্তা বন্ধ করে দেয়। বারবার অনুরোধ করার পরও তারা কথা শোনেনি। পুলিশ তাদের তুলে দিতে গেলে সংঘর্ষ বেঁধে যায়।
(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/কেএম)