ছয় ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে নয়াপল্টনে বিস্ফোরণ ঘটানো হলো ‘বোমা’

ছয় ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর বুধবার রাত ৮টা ৪২ মিনিটে নিরাপদ বিস্ফোরণ ঘটানো হয় ‘বিএনপি কার্যালয় থেকে উদ্ধার করা’ বিপুল পরিমাণ বোমা। এ সময় উপস্থিত পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।
চারপাশে বালুভর্তি বস্তা রেখে মধ্যে পানিভর্তি বালতিতে বোমাগুলো বিএনপি কার্যালয়ের সামনের সড়কে রাখা হয়। এরপর ঘটানো হয় নিরাপদ বিস্ফোরণ।
এর আগে দুপুর আড়াইটা থেকে প্রায় ছয় ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয় বিএনপি কার্যালয়ের ভেতরে ও আশপাশের এলাকায়। কার্যালয়ের ভেতরে থাকা সব নেতাকর্মীকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়। তবে বিএনপি কার্যালয়ের ভেতর থেকে বোমা উদ্ধারের সময় কোনো গণমাধ্যমকর্মীকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে।
(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/আরআর/কেএম)

মন্তব্য করুন