ব্যাট হাতে পাকিস্তানের পাল্টা জবাব

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৩, ১৬:০৯

করাচিতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাল্টা জবাবই দিচ্ছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলায় খেলায় ৪ উইকেট হারিয়ে ৩০৪ রান তুলেছে স্বাগতিকরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৯ রান তুলে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডকে অলআউট করার পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে পাকিস্তান। তৃতীয় দিনের খেলায় ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ইমাম উল হক ও সৌদ শাকিল। ব্যাট করতে নেমে ব্যক্তিগত স্কোরে মাত্র ১১ রান যোগ করতে পারেন ইমাম। ফেরেন ৮৪ রানে।

পঞ্চম উইকেট জুটিতে সরফরাজকে সঙ্গে নিয়ে কিউই বোলারদের রীতিমতো তুলো-ধূনো করতে থাকেন সৌদ শাকিল। এ সময় দুজন মিলে গড়েন ১৫০ রানের জুটি। দুজনই অর্ধশতক পূরণের পর এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু শাকিল পারলেও সেঞ্চুরি পূরণ করতে পারেননি সরফরাজ আহমেদ। ১০৯ বলে ৭৮ রানে আউট হন উইকেটকিপার এই ব্যাটার।

এদিকে শতক পূরণের পর আপনতালে খেলে যাচ্ছেন শাকিল। তাকে এখন সঙ্গ দিচ্ছেন আগা সালমান। ১০১ রানে শাকিল ও ৪ রানে সালমান অপরাজিত রয়েছেন।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :