আগুন পোহাতে গিয়ে দগ্ধ হলেন বৃদ্ধা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৩, ১৯:০৪
অ- অ+

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শীত নিবারণের চেষ্টায় আগুন পোহাতে গিয়ে চাহারন নেসা নামে এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন। এতে তার শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। শুক্রবার দুপুরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার পুটিমারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ চাহারন নেসা (৭০) আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের মৃত ঝড়ু মিস্ত্রীর স্ত্রী।

বৃদ্ধার স্বজনরা জানান, নিজের মেয়ের বাড়ি পুটিমারি গ্রামে বেড়াতে গিয়েছিল চাহারন। সকালে শীত নিবরণ করতে খড়কুটো জ্বালায় শিশুরা। সেখানে আগুন পোহাতে বসেন ওই বৃদ্ধা। এসময় অসাবধানতাবশত শাড়ির আঁচলে আগুন লেগে যায়। পরে তাকে উদ্ধার করে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।

সদর হাসপাতালের চিকিৎসক এহসানুল হক তন্ময় জানান, বৃদ্ধার শরীরের বিভিন্ন স্থান আগুনে পুড়ে গেছে। এতে তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা