ভারতের অর্ধেক অর্থ দুই তিনশো মানুষের কাছে: রাহুল গান্ধি
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, দেশের অর্ধেক অর্থ মাত্র দুই তিনশো মানুষের কাছে আছে। এর ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, এটাই কী ন্যায় বিচার? এটাই হল নরেন্দ্র মোদীজির ভারতের বাস্তবতা।
শুক্রবার হরিয়ানায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে এসব কথা বলেন তিনি।
রাহুল গান্ধি বলেন, ‘দেশে মুনাফার ৯০ শতাংশ মাত্র ২০টি কোম্পানির হাতে। দুই ভারত তৈরি হয়েছে। একটা- কৃষক, শ্রমিক, ছোট দোকানদার, বেকার যুবকদের। এতে কোটি কোটি লোক আছেন। এবং অন্য ভারত হলো মাত্র ২০০ থেকে ৩০০ জনের ভারত। দুই/তিনশো লোকের কাছে পুরো অর্থ আছে। কিন্তু আপনাদের কাছে কিছুই নেই। আপনি যে বাতাস শ্বাস নিচ্ছেন তা-ই কেবল আপনার কাছে আছে। তালি বাজাচ্ছেন ভাইয়েরা! এটা ক্যান্সার।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এতটাই মিথ্যা বলেন যে তিনি মিথ্যাবাদীদের নেতা হয়ে গেছেন! তিনি বলেন- নোট বাতিলের ঘটনা এবং পণ্য ও পরিষেবা কর বা ‘জিএসটি’ছোট ব্যবসায়ীদের নির্মূল করার অস্ত্র। একসময় হরিয়ানার পানিপতে ছোট ছোট শিল্প ছিল, আর আজ হরিয়ানা বেকারত্বে চ্যাম্পিয়ন।
কংগ্রেসের সাবেক সভাপতি আরও বলেন, ‘নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কাজ করার পরিবর্তে তার মনোযোগ কেবল নির্বাচনের দিকে। কংগ্রেস ভাঙার চেষ্টা করছেন। তারা সংস্থার এজেন্সির অপব্যবহার করে সরকারকে পতন ঘটায়। তারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পতন ঘটায়’ বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/ইএস)