অরক্ষিত রেলক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৩

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৩, ১৩:১৯| আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৭:১৪
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে অরক্ষিত রেলক্রসিংয়ের রেললাইন পাড় হতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিশুসহ ৩ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালক ও শিশুসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল লাইনের উপজেলার ঢেপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিক নিহতদের মধ্যে দুজনের নাম পরিচয় পাওয়া যায়।

তারা হলেন, উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিলল্যা গ্রামের মো. সঞ্জাব আলীর মেয়ে জান্নাতি (দেড় বছর), একই গ্রামের আলমগীরের স্ত্রী লাবলী বেগম (২৫)। অপর নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানান, ট্রেনের শব্দ শুনেও অটোরিকশা চালক তার অটোরিকশাটি না থামিয়ে অরক্ষিত রেলক্রসিং পাড় হচ্ছিলেন। এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে তারাকান্দিগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় ওই অটোরিকশাটি অনেক দূর পর্যন্ত হিঁচেড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত ছয়জনকে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে আহতদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

ভূঞাপুর রেলস্টেশন মাস্টার মো. আব্দুল কাদের জানান, বুধবার ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ২৫৪ নং লোকাল একটি ট্রেন ময়মনসিংহ যাচ্ছিল। ট্রেনটি উপজেলার ঢেপাকান্দি এলাকায় পৌঁছলে অটোরিকশার সঙ্গে দুর্ঘটনা ঘটে। এতে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি এবং রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, দুপুরের দিকে উপজেলার ঢেপাকান্দি এলাকায় ট্রেন ও অটোরিকশা দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে এক শিশুসহ মোট ৩ জনের মৃত্যু হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ট্রেন দুর্ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হতাহতের বিষয়ে খোঁজ-খবর নেয়ার জন্য হাসপাতালে গিয়েছিলাম। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে নিহতদের প্রত্যেক পরিবারকে দাফনের জন্য ও আতদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হবে।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশ যেতে দেওয়া হল না পার্থর স্ত্রীকে
ট্রাম্পকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ সালমান, বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন করার অনুরোধ
দুদকের মামলায় দণ্ডের বিরুদ্ধে ডা. জুবাইদার আপিল গ্রহণ
চিকিৎসাসেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা