ইজতেমা থেকে বাড়ি ফেরা হলো না যুবক হাবিবুলের

টঙ্গী-পূবাইল প্রতিনিধি (গাজীপুর), ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৩, ১৮:১৩

টঙ্গীর বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত করে বাড়ি ফেরার পথে ট্রেনের ছাদ থেকে পড়ে হাবিবুল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার দুপুরে ঢাকা-সিলেট রেল লাইনের পূবাইল থানাধীন মাজুখান পশ্চিমপাড়া এলাকায় জয়ন্তিকা এক্সপ্রেস অতিক্রম করার সময় ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত যুবক কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার বৈরাগীরচর গ্রামের আ. হাসিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে টঙ্গী ইজতেমা থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ট্রেনে মুসল্লি অনেক বেশি থাকায় হাবিবুল ট্রেনের ছাদে উঠে মাজুখান এলাকা অতিক্রম করার সময় পড়ে গিয়ে আহত হন। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :