মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পৃথক তিনটি এলাকায় অভিযান চালিয়ে একটি গ্রাম ও পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রামটিতে এক কিলোমিটার দীর্ঘ অবৈধ বিতরণ লাইনের মাধ্যমে পাঁচ শতাধিক অবৈধ সংযোগ চলে আসছিল।
অন্যদিকে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে মাসে কয়েক লক্ষ টাকার গ্যাস ব্যবহার করা হতো।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার বিশ্বদ্রোন ভাটেরচর, বালিয়াকান্দি ও জামালদি এলাকায় একটানা চলে এ অভিযান। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়ার সহকারী কমিশনার (ভূমি) জি.এম. রাশেদুল ইসলাম।
তিতাস গ্যাসের সোনারগা আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম জানান, ভাটেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া বিশ্বদ্রোন ভাটেরচর নামে একটি গ্রামের অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অন্যদিকে বালুয়াকান্দি এলাকার আল মদিনা হাইওয়ে রেস্টুরেন্ট, খাজা হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট, স্টার কাবাব হাইওয়ে চাইনিজ রেস্টুরেন্ট, জামালদী এলাকার দারুচিনি হোটেল ও একটি মার্বেল কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গজারিয়া উপজেলার আরো কিছু জায়গায় অবৈধ গ্যাসসংযোগ চালু রয়েছে বলে আমরা খবর পেয়েছি। পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করে সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। গজারিয়া উপজেলার একটি অবৈধ গ্যাসসংযোগও রাখা হবে না।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এলএ)