মির্জাপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৩, ২২:৫৮
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে বীর মুক্তিযোদ্ধা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন প্রমুখ। পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

অপরদিকে বিকালে পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার নেতৃত্বে জিয়াউর রহমানের জন্মদিন পাহাড়পুর এলাকায় আনন্দ মিছিল বের করা হয়। পরে পাহাড়পুর জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে হযরত আলী মিঞা ছাড়াও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল মিয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান লিটন, ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, ৮ নম্বর ওয়ার্ড ওয়ার্ড বিএনপির সভাপতি বদর উদ্দিন সাধারণ সম্পাদক অতুল সাহা, ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সেলিম হোসেন, পৌর যুবদলের আহবায়ক হামিদুর রহমান লাঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা