রাজবাড়ীতে আগুনে পুড়ে প্রাণ গেল দুই শিশুর

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৩, ১২:২৬
অ- অ+

রাজবাড়ীর কালুখালীতে আগুনে দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের কাজীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- মাঝবাড়ি গ্রামের বাবু বিশ্বাসের ছেলে উজায়ফা (৮) ও ইকরামের ছেলে হাসান (৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

বিষযটি নিশ্চিত করেছেন মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম।

নিহতদের পরিবারের বরাতে মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুমুর রহমান বলেন, সন্ধ্যার দিকে বাবু বিশ্বাসের বাড়িতে চার শিশু খেলা করছিল। এর মধ্যে দুই শিশু রান্নাঘরে খেলছিল। এসময় তারা গ্যাসলাইট দিয়ে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এসময় বাবু বিশ্বাসের বাড়ির লোকজন পাশের বাড়িতে থাকায় পুরো রান্নাঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় দুই শিশু আগুনে দগ্ধ হয়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরামের ছেলে হাসান মারা যায়। অবস্থার অবনতি হলে বাবু বিশ্বাসের ছেলে উজায়ফাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে উজায়ফা মারা যায়।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা