স্বচ্ছতা-জবাবদিহিতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন চন্দ্রদিঘলিয়ার চেয়ারম্যান জাবেদ মোল্লা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২২:৪৫ | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৩, ২২:৩৭

স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক জনপ্রতিনিধিত্বের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন গোপালগঞ্জ সদর উপজেলার ৪ নং চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাদিউজ্জামান জাবেদ মোল্লা।
শুক্রবার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান ও তার পরিষদের এক বছরপূর্তি উপলক্ষে ‘জনতার মুখোমুখি’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেন পরিষদের চেয়ারম্যান মো. হাদিউজ্জামান জাবেদ মোল্লা। অনুষ্ঠানে তিনি গত এক বছরে বাস্তবায়িত কাজগুলো সকলের সামনে তুলে ধরেন এবং উপস্থিত নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠানে ৪ নং চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাদিউজ্জামানা জাবেদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু।