স্বচ্ছতা-জবাবদিহিতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন চন্দ্রদিঘলিয়ার চেয়ারম্যান জাবেদ মোল্লা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৩, ২২:৩৭| আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২২:৪৫
অ- অ+

স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক জনপ্রতিনিধিত্বের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন গোপালগঞ্জ সদর উপজেলার ৪ নং চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাদিউজ্জামান জাবেদ মোল্লা।

শুক্রবার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান ও তার পরিষদের এক বছরপূর্তি উপলক্ষে ‘জনতার মুখোমুখি’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেন পরিষদের চেয়ারম্যান মো. হাদিউজ্জামান জাবেদ মোল্লা। অনুষ্ঠানে তিনি গত এক বছরে বাস্তবায়িত কাজগুলো সকলের সামনে তুলে ধরেন এবং উপস্থিত নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

অনুষ্ঠানে ৪ নং চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাদিউজ্জামানা জাবেদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে মো. ওলিয়ার রহমান ও মুন্সী মো. সেলিমুজ্জামানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন- সদর উপজলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বিএম লিয়াকত আলী, ৪ নং চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএম ওবায়দুর রহমান, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহেব আলী মোল্লা টুকু, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফএম মারুফ রেজা, বীর মুক্তিযোদ্ধা মো. ছবেদ আলী ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম সিকদার কাকা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মহিদুর রহমান নক্সা মুন্সি, চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও পরিষদের প্রায় ১৫০০ নাগরিক উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এমআই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা