আট বছর পর জাবিতে সমাবর্তন হচ্ছে ২৫ ফেব্রুয়ারি

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৩, ১৮:২০
অ- অ+

কালো গাউন আর সমাবর্তন হ্যাট আকাশে ছুড়ে ক্যাম্পাসকে বিদায় জানানোর আকাঙ্ক্ষা থাকে সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। প্রতীক্ষার দীর্ঘ আট বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সুযোগ পাচ্ছেন।

আগামী ২৫ ফেব্রুয়ারি জাবির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, জাবির ষষ্ঠ সমাবর্তনের আবেদনের পরিপ্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনের বিষয়ে অনুশাসন প্রদান করেছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি দুপুর সাড়ে তিনটায় এ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এমতাবস্থায়, বর্ণিত অনুশাসনের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এবারের সমাবর্তনে প্রায় দশহাজার গ্র্যাজুয়েট, পোস্টগ্রাজুয়েট, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থী মূল সনদপত্র হাতে পাবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, দায়িত্বপ্রাপ্তির পর থেকেই সমাবর্তন আয়োজনের ব্যাপারে আমাদের আগ্রহ ছিল। উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ার পর সিন্ডিকেট সভা আহ্বান করে ফেব্রুয়ারিতে সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নিই। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানো হয়েছিল। মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৫ ফেব্রুয়ারি সমাবর্তন আয়োজনের সম্মতি দিয়েছেন।

গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেটে এক বিশেষ সভায় সমাবর্তন আয়োজনের জন্য অনুমোদন হয়। ২০ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সমাবর্তনের ফি হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর আলাদাভাবে ২ হাজার ৫০০ টাকা ও একসাথে ৪ হাজার টাকা, এমফিল ডিগ্রির জন্য ৫ হাজার টাকা, পিএইচডি ডিগ্রির জন্য ৭ হাজার টাকা এবং উইকেন্ড/ ইভিনিং প্রোগ্রামের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়।

১৯৭০ সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৯৭ সালে। এরপর ২০০১ সালে দ্বিতীয়, ২০০৬ সালে তৃতীয়, ২০১০ সালে চতুর্থ এবং ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সর্বশেষ সমাবর্তন। পঞ্চম সমাবর্তনে প্রায় ৯ হাজার গ্র্যাজুয়েট, পোস্টগ্রাজুয়েট, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী অংশগ্রহণ করে মূল সনদপত্র হাতে পান।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা