মোদিকে নিয়ে বানানো বিবিসির তথ্যচিত্রে বিতর্ক তুঙ্গে, যা বলল যুক্তরাষ্ট্র
গুজরাট দাঙ্গার সময় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বানানো বিবিসির তথ্যচিত্র ঘিরে গত কয়েক দিন ধরেই বিতর্ক তুঙ্গে।
একদিকে যেখানে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে- জেএনইউতে এই তথ্যচিত্র দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেখানে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে সেটি দেখানোর পর শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।
এই আবহে এবার সেই তথ্যচিত্র নিয়ে প্রশ্নের মুখে সেটির বিষয়বস্তু নিয়ে অবগত না থাকার কথা জানালেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস।
সোমবার প্রাইসকে বিবিসির তথ্যচিত্র- ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’-এর প্রথম পর্ব নিয়ে প্রশ্ন করেন এক পাকিস্তানি সাংবাদিক। জবাবে নেড প্রাইস জানান, তিনি তথ্যচিত্রটি সম্পর্কে কিছুই জানেন না। পাশাপাশি তিনি ভারতীয় গণতন্ত্রের প্রশংসা করেন।
খুব শিগগির বিবিসি টেলিভিশনে সম্প্রচার হবে বিজেপিকে ঘোরতর অস্বস্তিতে ফেলা তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’-এর দ্বিতীয় ও শেষ পর্ব। তার আগে এই সম্প্রচার বন্ধের আর্জি জানিয়ে অনলাইনে পিটিশন করেছে বিজেপি সমর্থকরা।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এজে)