ভারতের সেই ধর্ষক গুরু ফের আলোচনায় তলোয়ার দিয়ে কেক কেটে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৩, ১৬:৩৭

সম্প্রতি প্যারোলে মুক্তি পেয়েছেন ভারতের বিতর্কিত এবং সমালোচিত ধর্মগুরু রাম রহিম সিং। ধর্ষণ ও হত্যার দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করা ডেরা সাচ্চা সাউদা প্রধান এই গুরুমিতকে শনিবার হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া কারাগার থেকে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তলোয়ার দিয়ে কেক কেটে উদ্‌যাপন করে আবারও আলোচনায় তিনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুক্তির পর উত্তর প্রদেশের বাগপতের বারনাওয়া আশ্রমে যান তিনি। সেখান থেকে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে তাকে একটি তলোয়ার দিয়ে কেক কেটে উদ্‌যাপন করতে দেখা গেছে। ভিডিওতে বলতে শোনা যায়, ‘আমি পাঁচ বছর কেক কাটতে পারিনি। আমার তো ৫টা কেক কাটা উচিত। এটা হলো প্রথম কেক।’

রাম রহিমের এই ‘স্বাধীনতা উদ্‌যাপন’ অনুষ্ঠানে তার একাধিক অনুসারীর পাশাপাশি হরিয়ানার বিজেপি নেতাদেরও উপস্থিত থাকতে দেখা গেছে। এছাড়াও রাজ্যসভার সাংসদ কৃষাণলাল পানওয়ার এবং সাবেক মন্ত্রী কৃষাণকুমার বেদীও ছিলেন অনুষ্ঠানে। এই অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি স্বচ্ছতা অভিযান কর্মসূচির উদ্বোধনও করেন রাম রহিম।

গত বছরের ১৪ অক্টোবর প্যারোলে মুক্তি পাওয়ার পরও বিজেপি নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে বিতর্ক উসকে দিয়েছিলেন রাম রহিম। পরে তাকে হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া কারাগারে ফেরত পাঠানো হয় ২৫ নভেম্বর।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :