কাপ্তাইয়ের পাহাড়ে দুপক্ষের গোলাগুলি, নিহত ১

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৩, ১১:১৮| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১১:৫৫
অ- অ+

রাঙামাটির কাপ্তাইয়ে দুপক্ষের গোলাগুলিতে সম্রাট (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দুর্গম গংগ্রিছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে রাত ১০টা ৪৫ মিনিটে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, ‘৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।’

ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘ওই ওয়ার্ডের গংগ্রিছড়াপাড়া এলাকায় জেএসএস (সন্তু লারমা) ও এমএনপির মধ্যে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় জেএসএস (সন্তু লারমা) দলের সম্রাট নামে একজন গোলাগুলিতে নিহত হন।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগরকান্দায় আগুনে ২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী শহর, ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা
চাঁদপুরে বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরে শুল্ক কমে আসবে: অর্থ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা