আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৫

বগুড়ার শিবগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুরের বগুড়া-রংপুর মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার চর সিন্দুনা এলাকার ইউসুব আলী (৩৩) ও আবু কালাম (৩৫)।

শুক্রবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল জানান, বৃহস্পতিবার দিনগত রাতে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-০৬২৬) তল্লাশি করে ইউসুব আলী ও আবুল কালামের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :