কামরাঙ্গীরচরে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৩, ২০:৪৩| আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ২০:৪৫
অ- অ+

রাজধানীর কামরাঙ্গীরের আহসানবাগ সিলেটি বাজার এলাকায় বাড়ির পাঁচ তলার ছাদ থেকে পড়ে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হচ্ছে- আবদুর রহিম (৯) ও লামিয়া (৬)। তারা মামাতো-ফুপাতো ভাইবোন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় খেলতে খেলতে তারা ছাদ থেকে পড়ে যায়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক আবদুর রহিম (৯) ও লামিয়াকে (৬) মৃত ঘোষণা করেন।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক তদন্ত মোস্তফা আনোয়ার ঢাকা টাইমসকে বলেন, ‘খেলতে গিয়ে শিশু দুটি ছাদ থেকে পড়ে গেছে বলে শিশুদের পরিবারের লোকজনের কাছ থেকে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।’

শুক্রবার রাত সোয়া ৮টায় এ রিপোর্ট লেখার সময় এ দুই শিশুর মৃত্যুর বিষয়ে ঘটনাস্থল ও আশপাশের লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করছিল পুলিশের একটি দল।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/আরআর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা