নগরকান্দায় বাড়ি বাড়ি অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
শনিবার দুপুরে সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল নগরকান্দা থানার হলরুমে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার রাতে পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আমাদের কাছে খবর আসে- পুরাপাড়া ইউনিয়নে কয়েকটি গ্রামে বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্র মজুদ আছে। সেটার ওপর ভিত্তি করে পুরাপড়া ইউনিয়নের কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে- ২৮টি ঢাল, ২০ কাতরা, সড়কি, রামদা, বল্লম, টেটা ও ঝুপি। যাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।
উপজেলার পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ অভিযানকে আমরা স্বাগত জানাই। এ অভিযান অব্যাহত থাকলে এলাকায় শান্তি ফিরিয়ে আসবে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, এলাকার পরিবেশ ভাল রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।
(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

টঙ্গীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বাধীনতাবিরোধীদের কথায় এই দেশ চলবে না:নৌপরিবহন প্রতিমন্ত্রী

মহান স্বাধীনতা দিবসে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জাতীয় পতাকার অবমাননা!

১৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড মৌলভীবাজার, বন্ধ বিদ্যুৎ সরবরাহ

টিউবওয়েলের পানি নিয়ে ঝগড়া, ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ময়মনসিংহে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ভৈরবে হিরো আলমকে দেখতে উপচেপড়া ভিড়

স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন: শোভন

চাঁপাইনবাবগঞ্জে জুতা পায়ে বঙ্গবন্ধু ম্যুরালে ইউএনওসহ আ.লীগ নেতাদের শ্রদ্ধা
