এসএসসি-সমমানের পরীক্ষা শুরু ৩০ এপ্রিল

চলতি বছরের (২০২৩) এসএসসি ও সমমানের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল এ পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।
গণমাধ্যমকে তিনি বলেন, ৩০ এপ্রিল থেকে পরীক্ষা শুরুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালে সেটি অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে এসএসসি ও সমমানের পরীক্ষার দুই মাস পরে এইচএসসি পরীক্ষা শুরু করা হবে বলেও জানান।
গত বছরের মতো এ বছরও পুনর্বিন্যাস করা সিলেবাসেই এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এদিকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বলেও জানিয়েছেন তপন কুমার সরকার।
সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো। কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে এ নিয়ম এলোমেলো হয়। আগামী বছর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/কেআর)
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ

স্থানীয় কিশোর গ্যাংয়ের হামলায় জবির ৫ শিক্ষার্থী আহত

ক্লান্তি ছাপিয়ে ইবি ক্যাম্পাসে প্রাণবন্ত ইফতার

ঠাকুরগাঁওয়ের জবি পড়ুয়াদের নেতৃত্বে আশিক-নিরব

ঢাবি ছাত্রকে মারধরের ঘটনায় ‘প্রলয় গ্যাং’ এর দুই সদস্য আটক

জাকির হোসেনের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক

ঢাবির ‘প্রলয় গ্যাং’ সদস্যদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি

রাবিতে ভর্তির আবেদনের শেষ দিন আজ

জাবিতে ছাত্র অধিকার পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

বাউবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
