চসিকের প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩, ২২:৫০
অ- অ+
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রাম এলজিইডি’র মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
মানববন্ধনে নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, প্রকল্পের কাজ না পাওয়ায় নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সন্ত্রাসী সাহাবুদ্দিনসহ দোষীদের দ্রুত গেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সেই সঙ্গে বর্তমান সরকারের গতিশীল উন্নয়ন কার্যক্রমকে চলমান রাখতে মাঠ পর্যায়ে উন্নয়ন কাজের সঙ্গে জড়িত প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও তিনি সরকারের হস্তক্ষেপ কামনা করি।
এসময় অন্যান্যের মধ্যে সিনিয়র সহকারী প্রকৌশলী এসএম সানজিদ আহমেদ, সহকারী প্রকৌশলী ফাহিম ফয়সাল, উপ সহকারী প্রকৌশলী জুলফিকার আলী ও মোঃ ইনসাফুল হক সরকারসহ এলজিইডি কুড়িগ্রামের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এআর)
google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা