ছয় অতিরিক্ত সচিব ও চার যুগ্মসচিবকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৯ | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৩

অতিরিক্ত সচিব পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া যুগ্মসচিব পদমর্যাদার আরও চার কর্মকর্তার দপ্তর পরিবর্তন করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. মুহাম্মদ সালেহউদ্দিনকে জাতীয় সংসদ সচিবালয়ে, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব গৌতম কুমারকে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলামকে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস. এম. রেজাউল মোস্তফা কামালকে জননিরাপত্তা বিভাগে এবং বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পৃথক প্রজ্ঞাপনে যুগ্মসচিব পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব রাব্বী মিয়াকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মহাপরিচালক, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক মো. আকনুর রহমানকে এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্ত কাজী নজরুল ইসলামকে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক, সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করণ শীর্ষক প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. এ কে এম আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য এবং

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ব্যবস্থাপক (যুগ্মসচিব) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেনকে একই সংস্থার মহা ব্যবস্থাপক করা হয়েছে।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

ডিএমপির ছয় এডিসি-এসিকে বদলি

জিএমপির এডিসি খায়রুল আলমের রাজশাহীতে বদলির আদেশ বহাল, ২১ এপ্রিলের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে

নিজ বাহিনীতে ফিরে গেলেন র‌্যাব মুখপাত্র মঈন

চাকরি হারালেন এসপি শাহেদ ফেরদৌস, করেছিলেন যে অপরাধ

নির্দিষ্ট সময়ে উদীচীর অনুষ্ঠান শেষ না করা ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা অনভিপ্রেত: ডিএমপি

পিআইবির পরিচালক হলেন কে এম শাখাওয়াত মুন

ডিএমপির দুই কর্মকর্তাকে বদলি

জীবন বীমায় নতুন এমডি, পরিচয় নিবন্ধনে নতুন ডিজি ও মহিলা সংস্থায় ইডি নিয়োগ

ঈদে মোটরসাইকেল নিয়ে ছুটিতে যেতে পারবেন না পুলিশ সদস্যরা

পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান আমিন উল আহসান

এই বিভাগের সব খবর

শিরোনাম :