দুটি কবিতা

দ্বাদশ অধ্যায়
এই অধ্যায়ে তোমার চোখ আর চুল কিংবা গালভর্তি বসন্তের দাগ নিয়ে আলোচনা হোক, ঋতি রায়-উহ্য থাক স্মৃতিক্ষত, মনবদলের গল্পগাছা...
জোৎস্নায় যা কিছু সুন্দর-যেমন ধরো তোমার প্রশস্ত কাঁধ কিংবা বুক, বুকের উপত্যকায় লালরঙ তিল নিয়ে কথা হোক এই অধ্যায়ে; হৃদযন্ত্রের ধুকপুকানি-আর যত ঢেউ সবকিছু এড়িয়ে যাব আজ।
নাভিতে নয়নতারা ফুটে থাকে-ক্রমাগত নিকটবর্তী হই সমুদ্ররেখার। এই সুসজ্জিত ভ্রমণের শেষভাগে লবনচাষীদের জন্য রেখে যাওয়া সুসংবাদ নিয়ে কথা হোক।
বিগত অধ্যায়সমূহে আলোচিত চিৎকারগুলো আপাতত লুকিয়ে রাখো খামারবাড়ির কালকুঠুরিতে; খরা ও খরিপ যতগুলো মৌসুমি বাতাসের শব্দ আমরা জমিয়েছি বুকের গভীরে-আজ তার কিছুই ছোঁব না...কথা পরম্পরায়-এই অধ্যায়ে আমরা শুধু গোলাপি কার্ডিগেন, তার লাল বোতাম আর অস্তায়মান সূর্য নিয়ে আলাপ করব-যতটা গভীরে গেলে নীলরঙ উথলে ওঠে ততটা গভীরে যাব না মোটেই।
পর সমাচার এই যে...
ব্যাংক তোকে রাখল না- হাসপাতালও ছেড়ে দিল তোকে;
আজীবনের মতো আলো যেইভাবে ছেড়ে যায় অন্ধকে!
তোকে নিচ্ছে না কার্নিভাল,
কথোপকথন-ঠাট্টা ও হাসি!
ফিরিয়ে দিচ্ছে মাঝি; বাস কন্ডাক্টর; রোগা চাষী...পিথাগোরাসের সূত্র তোকে ভুলে গেছে।
তাড়িয়ে দিয়েছে ত্রিভূজ,
রম্বস ও বৃত্ত-
গণিতের রাশিফলে আজীবন ভাগশেষ তুই, শুধু উদ্বৃত্ত!আরো কত দুঃখ তোর, পত্রযোগে পাই... দুঃখেরও দুঃখ এই-আমি, তুই স্বপ্ন পোড়া ছাই!
এই শেষ পত্র নয়, অখিলেশ-তোকে আমি পত্র দেবো আরো,
চুপচাপ পড়ে থাক, মরে থাক-উত্তর দিস না এবারও।
সংবাদটি শেয়ার করুন
ভাষা ও সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
ভাষা ও সাহিত্য এর সর্বশেষ

হেরিটেজ স্টেশনে

কথাসাহিত্য কেন্দ্রের মাসিক গল্প পাঠ ও আড্ডা

নীলাম্বরী কাজীবাড়ী

নোবেল বিজয়ী জাপানি লেখক কেনজাবুরো ওয়ে মারা গেছেন

‘সৃজনশীল সাহিত্যের আবেদন সর্বকালীন’

“শতবর্ষে সোমেন” শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন শুরু শুক্রবার

সেই ছেলেটি!

১০ মার্চ শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন
