বর্তমান সরকার শিক্ষাবান্ধব: আমু

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১১
অ- অ+

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। এই দেশ স্বাধীন হওয়ার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই তিনি এই দেশে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার মধ্যদিয়ে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করেছিলেন। যার সুফল আজও জাতি ভোগ করছে। করোনার সময়ে বিনামূল্যে করোনা টিকা দিয়েছে এই সরকার। শেখ হাসিনাকে জনকল্যাণমুখী কাজ করার জন্য এই সরকারকে মনে রাখতে হবে। এই গৌরবকে ধরে রাখার জন্য শেখ হাসিনাকে আগামীতেও ক্ষমতায় আনতে হবে। তিনি উপস্থিত সকলের নিকট নৌকায় ভোট প্রার্থনা করেন।

শুক্রবার দুপুরে ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের বাইরে রেখে উন্নয়ন অগ্রযাত্রা সম্ভব না। এই সরকার ৯৬ সালে ক্ষমতায় এসে প্রথম নারীদের সম্মান বৃদ্ধি করেছেন। পিতার নামের সাথে মায়ের নাম সর্বস্তরে সংযুক্ত করার আইন করেছেন। এর প্রতিদান দিতে হবে। তাই কৃতজ্ঞতাস্বরূপ নৌকায় ভোট দিতে হবে।

অনুষ্ঠানে আমু তার বক্তব্যের সময় এই অনুষ্ঠানে সাবেক অনেক শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিদের এই অনুষ্ঠানে আমন্ত্রন না করা ও নানা অব্যবস্থাপনার জন্য শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটির ওপর ক্ষুব্ধ হন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসেন থলপহরির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য দেন- জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক মুজিবুল হক আকন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার আফজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা