কদমতলী থেকে মোল্লাহাটের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজধানীর কদমতলী এলাকা থেকে বাগেরহাটের মোল্লাহাট থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি মিঠু শেখকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময়ে তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ ৪৮৫ টাকা উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে র্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে র্যাব-১০ এর একটি দল কদমতলী থানার জুরাইন মুরাদনগর এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে বাগেরহাটের মোল্লাহাট থানার একটি ধর্ষণ মামলার এক নম্বর পলাতক আসামি ধর্ষক মিঠু শেখকে গ্রেপ্তার করে। এ সময়ে তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মিঠুর বরাত দিয়ে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু তার অপরাধ স্বীকার করেছেন। তাকে মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকাটাইমস/০৬ ফেব্রুয়ারি/এএ

মন্তব্য করুন